বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে পর্যটন মন্ত্রীর সরকারের উন্নয়ন প্রচারের তাগিদ

লক্ষ্মীপুরে পর্যটন মন্ত্রীর সরকারের উন্নয়ন প্রচারের তাগিদ

লক্ষ্মীপুরে পর্যটন মন্ত্রীর সরকারের উন্নয়ন প্রচারের তাগিদ

লক্ষ্মীপুর, ২৫ জানুয়ারি, এবিনিউজ : সরকারের সকল উন্নয়নের প্রচার করতে জেলার দপ্তর কর্মকর্তাদের তাগিদ দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল কর্মকর্তাদের যথাসময়ে কার্যালয়ে উপস্থিত থেকে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সকলের সম্মলিত প্রচেষ্ঠায় একটি আধুনিক মডেল জেলায় লক্ষ্মীপুরকে রুপান্তরিত করতে হবে।

জলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুরশিদুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, লক্ষ্মীপুর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, এম আলাউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল-মামুন প্রমূখ।

সভা শেষে মন্ত্রী লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠান ও জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত