শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নতুন প্রজন্মমের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

নতুন প্রজন্মমের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

নতুন প্রজন্মমের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

ভোলা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব । নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদেরকেও আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং এতে কার কি অবদান ছিল তা সঠিকভাবে জানাতে হবে। এর জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মরে কাছে তুলে ধরতে হবে। তার জন্য স্বাধীনতার সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানায়।

বৃহস্পতিবার দুপুরে ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জরুরি। সরকার এ লক্ষে কাজ করে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় স্বাধীনতা জাদুঘর প্রতিষ্ঠা করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন,বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। মানুষের মাথাপিছু আয় বাড়ছে,কমছে দারিদ্রতার হার। আগামী ২০২১ সালের মধ্যে আয়ের এবং ২০৪১সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ পরিনত হবে। তাই নতুন প্রজন্মকে দক্ষ গড়ে তুলতে হবে।

ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, কিশোরগঞ্জ -৫ আসনের আফজাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ভোল্ াজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মো: মনিরুজ্জামান মনির, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামিদুল হক বাহাললু মোল্লা,জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবহ স্থান ভোলার বাংলাবাজারে মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ ও গবেষণাগার হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে স্বাধীনতা জাদুঘর। জাদুঘরটিতে দেশের স্বাধীনতা সংগ্রাম ও শতবছরের ইতিহাসের ধারাবাহিকতার দুর্লভ সব নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।

এবিএন/ আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত