![সরকারী রামপাল কলেজ’র(প্রস্তাবিত) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/rampal-sports_122514.jpg)
রামপাল, ২৫ জানুয়ারি, এবিনিউজ : বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রামপাল সরকারী কলেজ’র (প্রস্তাবিত) দু’দিন ব্যাপি ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া ও সাংস্কৃতিক অুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, রামপাল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু এবং মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান ও জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ড। ।
উদ্বোধনী অনুষ্ঠানে দিজরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অবঃ) শেখ মোতাহার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোতাহার হোসেন, সাবেক প্রধান শিক্ষক (অব) শেখ সুলতান আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, সমাজ সেবক আলহাজ্ব আহমেদ আলী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদি, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মাইকেল কলিন্স সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২৭জানুয়ারী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযেগিতা। রামপাল-মোংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন বলে জানা গেছে ।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/নির্ঝর