![শিক্ষার মুল উদ্দেশ্য আলোকিত মানুষ গড়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/kalihati-education_122516.jpg)
টাঙ্গাইল, ২৫ জানুয়ারি, এবিনিউজ : শিক্ষার মূল উদ্দেশ্য হলো আলোকিত মানুষ গড়া, শুধুমাত্র বই পড়ে বা নির্দিষ্ট কিছু বিষয়ৈ জ্ঞান অর্জন করলেই শিক্ষিত মানুষ হওয়া যায় না। শিক্ষার আলো ব্যক্তি জীন ও মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষের প্রতি ভালোবাসা মমত্ববোধ, বাবা মার প্রতি কর্তব্য দেশপ্রেম এগুলো জাগ্রত ও বোধ করাই শিক্ষার মূল উদ্দেশ্য।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আশরাফুল মমিন খান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম। প্রধান আলোচক ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহিনা আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলি মো. লিয়াকত আলী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও এলাকার গন্যমানব্যক্তি।
এবিএন/তারেক আহমেদ/জসিম/নির্ঝর