
কুড়িগ্রাম, ২৫ জানুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয়, বিএনপির ক্ষমতার উৎস ছাত্রদল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ‘কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’-এর ১৯ কিলোমিটার কাজের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয়। বিএনপির ক্ষমতার উৎস ছিল ছাত্রদল। তারা প্রকাশ্যে, বেগম জিয়া বলতেন, ছাত্রদলই আওয়ামী লীগকে মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু আমরা কোনোদিনই এ কথা বলব না, যে বিএনপিকে ঠেকানোর জন্য আমরা ছাত্রলীগকে ব্যবহার করব।’