![আক্কেলপুরে আইন-শৃংঙ্খলা কমিটির সভায় তোপের মুখে ভূমি কর্মকর্তা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/joypurhat_abnews24_122529.jpg)
আক্কেলপুর (জয়পুরহাট, ২৫ জানুয়ারি, এবিনিউজ : আক্কেলপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় নানা অভিযোগে তোপের মুখে পরেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা রহমান। তার বিরুদ্ধে জমি খারিজে হয়রানী ও ডুপ্লিকেট কার্বন রশিদে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য নহে লিখে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে হয়রানী করছেন বলে অভিযোগ তুলেছেন কমিটির সদস্যরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে শুরু হয় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা। এসময় ভুক্তভূগী ও কমিটির সদস্যরা এ অভিযোগ তোলেন। এঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষর সাথে আলোচনা করে ব্যাবস্থা গ্রহনের আস্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃংঙ্খলা কমিটির সভাপতি সালাহ্উদ্দিন আহমেদ।
আইন-শৃংঙ্খলা কমিটিসভায় উপজেলা আ.লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার বলেন, তিনি প্রতিটি ডিসিয়ারের উপর লিখে দেন হস্তান্তর যোগ্য নহে। আর সাধারণ মানুষকে কেন এতো হয়রানী করা হয়। এইসব বিষয়ে সভাতে ভূমি কর্মকর্তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা অভিযোগ করে বলেন, কাপড় ব্যবসায়ী আতাউর রহমান তার ২০১৭-১৮ সালের কলেজ মার্কেটের দোকান ভাড়া ২’হাজার টাকার জমার ডুপ্লিকেট কার্বন রশিদে(ডিসিআর) আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য নয় সিল মারার ফলে তিনি আর ব্যাংক থেকে কোন ঋন বা সহযোগীতা পাচ্ছেন না। এছাড়াও উপজেলার সাধারণ মানুষেরা তাদের জমির খারিজ করতে গেলে তাদেরকে নানা ভাবে হয়রানী করা হচ্ছে। আগের ভূমি কর্মকর্তার সময়ে এমনটি ছিল না। এঅবস্থা চলতে থাকলে ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা চড়ম ক্ষতির মুখে পড়বে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা রহমান বলেন,ডিসিআর নিয়ে অনেক মানুষ প্রতারনা করে। যেমন বিভিন্ন ব্যাংকে ডিসিআর জমা দিয়ে আমাদের কাছে এসে বলে হারিয়ে গেছে। এইটার জন্য আমাদেরকে সর্তক হওয়ার প্রয়োজন আছে। এ কারনে আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে বলেছি আমি এই কাজটি করতে যাচ্ছি। মালিকানার মূল প্রমান হচ্ছে খতিয়ান ডিসিয়ার হচ্ছে মাত্র টাকার রশিদ এর বই কিছু না। ব্যাংক কেন ডিসিআর নিচ্ছে সেটা ব্যাংকে বোঝানো দরকার।
উপজেলা নির্বাহী অফিসার সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে আইন-শংঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর,সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন, ভাইস চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম সবুজ,মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার আইন-শৃংঙ্খলার অবনতি, মানক, যানজট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর