![উখিয়ার বালুখালী ক্যাম্পে অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/atok_122530.jpg)
উখিয়া (কক্সবাজার), ২৫ জানুয়ারি, এবিনিউজ : উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭-এর সদস্যরা।গতকাল বুধবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।আটক দুই রোহিঙ্গা হলেন- নুর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিম (১৬)।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই ক্যাম্পে অভিযান চালায়। গত ২০ জানুয়ারি উখিয়ার তানজিমারঘোনা শরণার্থী শিবিরে গুলিতে নিহত রোহিঙ্গা নেতা ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী নুর মোহাম্মদ ও আতাউর রহিমকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি লম্বা কিরিচ দা উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নেতা ইউসুফকে হত্যার কথা স্বীকার করেছে আটক ওই দুই রোহিঙ্গা। তাদের আরও জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর