![আলফাডাঙ্গার তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/owath_abnews_122533.jpg)
ফরিদপুর, ২৫ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা তিন ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় শপথ গ্রহণ করেন- আলফাডাঙ্গা সদর (এ কে এম আহাদুল হাসান আহাদ), গোপালপুর (ইনামুল হাসান) এবং বুড়াইচ (মো.জাহাঙ্গীর হোসেন)। গত ২৮ ডিসেম্বর জেলার আলফাডাঙ্গার তিনটি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নাঈম মোহাম্মাদ আব্দুস ছবুর, জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলামসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এদিকে বিকেলে আলফাডাঙ্গা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিন ইউপির নির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও জয়ন্তি রুপা রায়।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি