বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কোন ভাবেই কৃষকদের হয়রানি সহ্য করা হবে না : বাংলাদেশ ব্যাংকের ডিজিএম

কোন ভাবেই কৃষকদের হয়রানি সহ্য করা হবে না : বাংলাদেশ ব্যাংকের ডিজিএম

কোন ভাবেই কৃষকদের হয়রানি সহ্য করা হবে না : বাংলাদেশ ব্যাংকের ডিজিএম

বাগেরহাট, ২৫ জানুয়ারি, এবিনিউজ : ‘কৃষক আবেদন করার ১০ দিনের মধ্যে ঋণ বিতরণ না করলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ভাবেই আর কৃষকদের হয়রানি সহ্য করা হবে না। কৃষি ঋণ বিতরণের মধ্যে দালাল ও টাউটদের কোন স্থান নেই।’আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (কৃষি ঋণ শাখা, খুলনা) মোঃ আমজাদ হোসেন খান এ কথা গুলো বলেছেন।

বাগেরহাটের চিতলমারী বেসিক ব্যাংক শাখার উদ্যোগে সহজশর্তে চাষিদের মধ্যে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্যাংক গুলোকে স্থানীয় ভাবে ঋণ বিতরণ করা হচ্ছে এই মর্মে লিফলেট, ব্যানার ও প্রচারপত্র বিতরণ করতে হবে। কৃষকদের বোঝাতে হবে আর এনজিওতে নয়, ব্যাংকে আসুন। কোন কৃষক যেন ১০ টাকার হিসাব খুলতে এসে ফেরত না যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক লিমিটেডের ডিজিএম (খুলনা) দেবাশিষ কর্মকার ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম।

বেসিক ব্যাংক চিতলমারীর শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার মোঃ আল মোরশেদ, লোন ইনচার্জ এস এম ফয়সাল, কর্মকর্তা সাব্বির হোসেন, নাছিমা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এস সাগর ও সাংবাদিক দেবাশিষ বিশ্বাস।

ঋণ বিতরণ অনুষ্ঠানে সহজ শর্তে কৃষি খাতে ২০ জন চাষির মধ্যে ২৭ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।

এবিএন/এস.এস সাগর/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত