![চিতলমারীতে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/bagerhat--news-25.01.18-(1)_122537.jpg)
চিতলমারী, ২৫ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সহজ শর্তে চাষিদের মধ্যে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। বেসিক ব্যাংক লিঃ চিতলমারী শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ব্যাংক কার্যালয়ে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম, বেসিক ব্যাংকের ডিজিএম দেবাশিষ কর্মকার। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ম্যানেজার পরেশ বিশ্বাস, কর্মসংস্থান ব্যাংক ম্যানেজার মোঃ শামীম আহমেদ, বড়বাড়িয়া ইউপি চেয়াম্যান মাসুদ সর্দার প্রমূখ।
এবিএন/এস.এস সাগর/জসিম/রাজ্জাক