বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তরুণদের জন্য নতুন টিভি সিরিজ ‘হ্যালো চেক!’

তরুণদের জন্য নতুন টিভি সিরিজ ‘হ্যালো চেক!’

ঢাকা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : তরুণরা আজকে পৃথিবীকে কিভাবে দেখে। তাদের কাছে কি কি গুরুত্বপূর্ণ? আশেপাশের আর দশটা মানুষ আর নানা সমস্যার মধ্যে তারা কিভাবে নিজেদের পরিচয় তৈরি করতে চায়? এ ধরনের সব প্রশ্ন আর তার উত্তর বের করার চেষ্টা নিয়েই তরুণদের জন্য এটিএন বাংলায় সম্প্রচার হচ্ছে নতুন টিভি অনুষ্ঠান ‘হ্যালো চেক!’।

অনুষ্ঠানটি আগামী শনিবার রাত ৯ টায় প্রচার হবে এবং পুনঃপ্রচারিত হবে রবিবার সকাল ৮.৪৫ মিনিটে। অনুষ্ঠানের লক্ষ্য তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে দেশের সব প্রান্তের তরুণরা তাদের চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ পাবে।

‘হ্যালো চেক!’ এর বিভিন্ন পর্বে মূলত তরুণদের আশা-আকাঙ্খা, ভয়, হতাশা ও স্বপ্নের বিষয়গুলো উঠে এসেছে। তরুণদের এই গল্পগুলো উঠিয়ে আনতে ‘হ্যালো চেক!’ এর চার তরুণ প্রেজেন্টার অতসী, বাসমা, আবির ও ফারহান ঘুরে বেরিয়েছে দেশের নানা প্রান্তে। '

কখনও ফরিদপুরের ফটোস্টুডিও চালানো নারী উদ্যোক্তার কথা আবার কখনও মহাকাশে ন্যানো স্যাটেলাইট পাঠানো তরুণদের স্বপ্নজয়ের গল্প বলবে ‘হ্যালো চেক!’। সেই সাথে সমাজের প্রচলিত নানা ধারণাকে চ্যালেঞ্জ করা মজার মজার সব সোশ্যাল এক্সপেরিমেন্ট।

বিবিসি মিডিয়া এ্যাকশন আয়োজিত এই অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে রুটগার্স এবং আইকিয়া ফাউন্ডেশনের সহায়তায়।

এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী

১০টা এটিএন বাংলা সংবাদ

১০.৩০মিঃ নাটক ‘বাহাদুর ডাক্তার’ রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- মাহফুজ আহমেদ।

১১টা এটিএন বাংলা সংবাদ

১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

১২টা ০৫মিঃ পুরোনো দিনের ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’ (পর্ব-২০০)

পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী।

১২টা ৩০মিঃ আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘হাতিল বাণিজ্য মেলা প্রতিদিন’ পরিচালনা- আব্দুস সাত্তার।

০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

০১টা ২০মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটির সুবাস’

পরিচালনা- রাসেল মাহমুদ।

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ

০৩টা এটিএন বাংলা সংবাদ।

০৩টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বলবো কথা বাসর ঘরে’

পরিচালনা- শাহ মোঃ সংগ্রাম।

০৬টা গ্রামগঞ্জের সংবাদ

০৬টা ২০মিঃ ইংরেজী সংবাদ।

০৬টা ২৭মিঃ ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’ (০৪)

রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- সাগর জাহান।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা অপরাধ বিষয়ক সত্য ঘটনা নিয়ে নাটক ‘ক্রাইম পেট্রোল’ (পর্ব-৬৪)

পরিচালনাঃ আশরাফ উল ইসলাম

০৯টা বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত তরুণদের নিয়ে অনুষ্ঠান ‘হ্যালো চেক’ (পর্ব-০৩)।

১০টা এটিএন বাংলা সংবাদ

১১টা ম্যাগাজিন অনুষ্ঠান ‘কমেডি আওয়ার’

পরিচালনা- সাঈদ তারেক।

১২টা টক শো ‘ফেস টু ফেস’

উপস্থাপনা- মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালনা- নবুয়াত রহমান।

০১টা এটিএন বাংলা সংবাদ

০১টা ৩৫মিঃ ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘প্রবাসে বাংলার মুখ’

পরিচালনা- ইমারত হোসেন সোহাগ।

[মূল সংবাদ- সকাল ৭টা, ১০টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা, রাত ১টা, ভোর ৪টা। প্রতি ঘন্টার সংবাদ : বেলা ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা, গ্রামগঞ্জের সংবাদ- সন্ধ্যা ৬টা, ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬.২০টা]

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত