![চরফ্যাশনে ইকো-পার্কের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/hamid_122545.jpg)
ভোলা, ২৫ জানুয়ারি, এবিনিউজ: রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বৃহষ্পতিবার দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশনের কুকরি-মুকরি ইকো-পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ইকো-পার্ক’র ভিত্তি প্রস্তরের মধ্য দিয়ে সাগরপাড়ের পর্যটনক্ষেত্রে নতুন মাত্রার সূচনা হয়েছে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সাগরের ঢেউ আছঁড়ে পড়া কুকরি-মুকরি ছিল বর্ণিল সাজে সজ্জিত। উৎসব মুখর পরিবেশ ছিল দ্বীপের সর্বস্তরের মানুষের মধ্যে।
ইকো-পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও রাষ্ট্রপতির সফর সঙ্গিগন।
এর আগে রাষ্ট্রপতি বৃক্ষ রোপন ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে তিনি দৌলতখান বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘরের উদ্ধোধন ও ফাতেমা খানম ডিগ্রী কলেজ মাঠে এক সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এবিএন/মমিন/জসিম