![আখাউড়ায় জোড়ালো হচ্ছে যুবলীগের সম্মেলনের দাবী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/akhaura@abnews24_122571.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৫ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ১৮ বছর যাবত যুবলীগের কমিটি নেই। আহবায়ক কমিটি দিয়ে কোন রকমে চলছে কার্যক্রম। মাঝে মাঝে সম্মেলনের আওয়াজ শোনা গেলেও তা মিলিয়ে যায় নিমিষেই। বার বার আশাভঙ্গ হওয়ায় নেতাকর্মীদের অনেকেই সম্মেলনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। তবে ব্যতিক্রম পৌর যুবলীগের সভাপতি মনির খান। তিনি প্রায়ই সভা সমাবেশে দলীয় শীর্ষ নেতাদের উপস্থিতি সম্মেলনের দাবী তোলেন। মাঝে মাঝে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল বুধবার পৌর যুবলীগ সভাপতি মনির খান ফেসবুকে আবারও একটি স্ট্যাটাস দিয়ে সম্মেলনের দাবী জানিয়েছেন। তাঁর এ স্ট্যাটাসকে ঘিরে ফেসবুকে আলোচনার ঝড় চলছে। ‘অতীতের ভুলের পুনরাবৃত্তিই কি হচ্ছে’ শিরোনামে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কমিটি করতেই হবে। আমরা উপজেলা যুবলীগের সম্মেলন চাই।’ আমরা জানি আওয়ামী লীগ গণতান্ত্রিক ও গঠনতন্ত্র নির্ভর সংগঠন। এখানে নেতৃত্বের ধারা বাহিকতা আছে কিন্তু শুধু আখাউড়া উপজেলায় ভিন্ন কেন। সকল কমিটির মেয়াদোক্তীর্ণ।
কারও নাম উল্লেখ না করে তিনি বলেন ‘ অতীতের ইতিহাস দেখলে মনে হয় যারা রাজনীতিকে নিজের করে নিয়েছিল তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।’
তার এ স্ট্যাটাসে বেশ কিছু মন্তব্য হয়েছে। অনেকে তাঁর দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এখনই, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ এর সম্মেলন না হলে দল তথা আইনমন্ত্রীর ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন।
নির্বাচনের আগে সম্মেলন হবে না এমন হতাশার কথাও বলেছেন কেউ কেউ। সম্মেলনের জন্য স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক সুদৃষ্টি কামনা করে মন্তব্য দিয়েছেন অনেকে। দু’একজন এর জন্য আন্দোলন-মিছিলের পরামর্শও দিয়েছেন।
মনির খানের স্ট্যাটাস পর্যালোচনা করে দেখা যায়, এমডি লোকমান উজ্জল মন্তব্য করেছেন- ‘ কিছু মানুষের স্বার্থ আছে মনে হয়। না হলে আইন মন্ত্রীর এলাকায় সংগঠনের কোন পূর্নাঙ্গ কমিটি নাই।এটা কি ভাবে সম্ভব।
মাহিদ আহমেদ খান নামে একজন তার মন্তব্যে যুবলীগের সম্মেলনের দাবীর সাথে সহমত পোষন করে লিখেছেন- কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রীর নিকট আকুল আবেদন দলের ভরাডুবি দেখতে না চাইলে, অচিরেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল মেয়াদ উত্তীর্ণ সহযোগি সংগঠনগুলির সম্মেলন দেওয়া হউক।
মনির হোসেন নামে একজন মন্তব্য করেছেন- ‘ আমার পারিবারিক রন্দ্রে রন্দ্রে এ পার্টির অস্তিত্ব জড়িয়ে আছে তাই কিছু নেতার খামখেয়ালীতে এ পার্টির আখাউড়াতে ভরাডুবি হোক এটা মেনে নেওয়া খুব কষ্টের কারন হয়ে দাড়াবে....। মনির খান তাঁর স্ট্যাটাসের মন্তব্যের প্রেক্ষিতে লিখেছেন- ‘আমাদের ন্যায় দাবির জন্য যা যা করার তাই করব ইনশাল্লাহ। আমরা বসে বসে নিজ দলের ধবংশ নীলা দেখব না।
এ ব্যপারে জানতে চাইল মনির খান বলেন, স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী মহোদয় বলে আসছেন উপজেলা যুবলীগের সম্মেলনের ব্যবস্থা করবেন। দ্রুত সম্মেলন দিতে মন্ত্রী মহোদয়ের নিকট দাবী জানাচ্ছি।
এবিএন/হান্নান খাদেম/জসিম/রাজ্জাক