![বাগমারায় ইয়াতিম শিশুদের মাঝে এমপি এনামুলের শীতবস্ত্র প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/kombol-pic-25.1.18._122575.jpg)
বাগমারা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাড়ারপুর কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে কওমী মাদ্রাসার ইয়াতিম শিশুদের মাঝে মাদ্রাসায় গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এমপি এনামুল হকের পক্ষে এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আব্দুল মতিন, উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গলসহ অত্রমাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক