![কটিয়াদীতে“আশ্রয়”এর দ্বিতীয় ধাপের কম্বল বিতরণ সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/news-pic_122579.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২৫ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন “আশ্রয়”এর উদ্যোগে দ্বিতীয় ধাপের শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের (৭,৮,৯নং) তিনটি ওয়ার্ডের মোট ৬০জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় কটিয়াদীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির বক্তব্য রাখেন। বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আশ্রয় এর সকল সদস্যগণও এসময় উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। শ্রীঘ্রই বাকি ওয়ার্ডের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ করা হবে বলে জানান আশ্রয় কর্তৃপক্ষ।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/রাজ্জাক