![ব্রিগেডিয়ার ওবায়দুল হককে ৩০ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/pm-abn_122580.jpg)
ঢাকা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হকের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ব্রিগেডিয়ার হকের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল এসএম মতিউর রহমান আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অর্থের একটি চেক গ্রহণ করেন।
প্রেস সচিব জানান, ব্রিগেডিয়ার হক সম্প্রতি এক সড়ক দুঘটনায় মারাত্মক আহত হন।
এবিএন/জনি/জসিম/জেডি