![কথাসাহিত্যিক শওকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/pm-sok_122581.jpg)
ঢাকা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতনামা সাহিত্যিক শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য শওকত আলীর অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু এ ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।’
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শওকত আলী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২।
এবিএন/জনি/জসিম/জেডি