বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেঘনায় যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মেঘনায় যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মেঘনায় যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা, ২৬ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য এবং মেঘনা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সম্পাদক মিলন সরকারকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলাবাসী।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেঘনা উপজেলা আওয়মী যুবলীগের উদ্যোগে ঢাকা- হোমনা সড়কের মেঘনা উপজেলা সদরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলালীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ’লীগ নেতা আবুল কাসেম ইটালী, যুবলীগ নেতা সুমন ভূইয়া, দেওয়ান খোকন মেম্বার, ওয়াসিম প্রমূখ। বক্তারা মিলন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

উল্লেখ্য যে, ২০১৬ইং সালের ৭ মে উপজেলার তুলাতুলি গ্রামের কাচারিকান্দিতে আলোচিত মুক্তা হত্যার ঘটনার ওয়ারেন্টভূক্ত আসামী মিলন সরকারকে ২৪ জানুয়ারী মেঘনা থানা পুলিশ গ্রেফতার করেন।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত