![কুদুকছড়িতে তিন সংগঠনের নাগরিক প্রতিবাদ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/abnews-24.bb_122625.jpg)
খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি, এবিনিউজ : পার্বত্য জেলার রাঙ্গামাটি বিলাইছড়িতে অরাছড়ি গ্রামে সুবেদার মিজানের নেতৃত্বে দুই মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষক সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা। পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান এই শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি করা হয়। গতকাল দুপুর দেড় টার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশটি বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইট হতে শুরু করে বাজার ঘুরে এসে সমাবেশের মধ্যে দিয়ে ইউপিডিএফের কার্যালয়ের সামনে শেষ হয়।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি রুপসি চাকমা সভাপতিত্বে ,হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা, পিসিপি রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, গত ২২জানুয়ারি দিবাগত রাতে সেনাবাহিনীরা বিলাইছড়ি অরাছড়ি গ্রামে দুই মারমা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। সেনাবাহিনীরা নিরাপত্তা নামে পার্বত্য চট্টগ্রামে সামরিক দমন-পীড়ন চালিয়ে পাহাড়ি নারীদের উপর শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যাসহ নানা মানবতা বিরোধী অপকর্মের তৎপরতা চালিয়ে যা”েছ। পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির পরপরই আন্দোলনরত ইউপিডিএফ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার এবং হয়রানি করছে। সেই ধানাবাহিকতায় নব্বইদশকের মত আবারও নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে পাহাড়িদের ন্যায্য অধিকারের জন্য অন্দোলনরত সংগঠন ইউপিডিএফকে ধ্বংস করার পায়তারা চলছে। বক্তারা,অবিলম্বে ধর্ষণকারী সেনা সদস্যদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। পিসিপি রাঙ্গামাটি জেলা শাখা তথ্য প্রচার সম্পাদক সুমন চাকম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, এএলআরডি, আইইডি, জন উদ্যোগ, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, আদিবাসী কালচারাল ফোরাম, আদিবাসী নারী নেটওয়ার্কসহ ২০টির অধিক সংঠনের উদ্যোগে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিস্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত, মানবাধিকার কর্মী খুশী কবির, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমুখ। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তোহা