শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট, ২৬ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ঘুষির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকার মৃত ফকির মাহমুদের বড় ছেলে আজিজুল হকের সাথে ছোট ছেলে রবিউল ইসলামের ঝাড়ের বাঁশ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। ওই সময় ছোট ভাই রবিউল ইসলাম তার বড় ভাই আজিজুল হকের বুকে একটি ঘুষি মারেন। এ সময় বাঁশ ঝাড়েই মাটিতে পড়ে জ্ঞান হারায় বড় ভাই আজিজুল হকে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই রবিউল ইসলাম বড় ভাই আজিজুল হককে পাশে বাউরা বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই বাজারের চিকিৎসক ডা. রমেশ চন্দ্র আজিজুল হককে মৃত্যু বলে ঘোষনা করেন। এ ঘটনার পর থেকেই রবিউল ইসলাম গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত