শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ধামাইল উৎসব শুরু

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ধামাইল উৎসব শুরু

সুনামগঞ্জ, ২৬ জানুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের হাওর পাড়ের লোকসংস্কৃতির অন্যতম উপাদান ধামাইল গানের মাধুর্য্য ও মুর্ছনা বাংলাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আর্ন্তজাতিক রাধারমণ পরিষদের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে দুইদিন ব্যাপী ধামাইল উৎব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোক প্রদীপ প্রজ্জ্বলন করে ধামাইল উৎসবের শুভ সুচনা করেন রাধারমণ গবেষক ও বিশিষ্ট লোকসংগীত শিল্পী বিশ^জিৎ রায় ও আমন্ত্রিত অতিথিগন।

পরে আর্ন্তজাতিক রাধারমণ পরিষদের সিইও দেবদাস রঞ্জন চৌধুরী রঞ্জনের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কুতিক কর্মী জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাধারমণ গবেষক ও লোকসংগীত শিল্পী বিশ্বজিৎ রায়, তিনি বলেন, বৃহস্পতি ও শুক্রবার সুনামগঞ্জে আর্ন্তজাতিক রাধারমণ পরিষদের উদ্যোগে ধামাইল উৎসব হচ্ছে। যেকোন উৎসব হলো মানুষের মিলন কেন্দ্র। যারা জাত,ধর্ম, বর্ণের উর্ধে্ব যারা অন্তরে নিবিড়ভাবে সংস্কৃতি লালন করেন উৎসবে সেসব মানুষের মিলন হয়। উৎসব হলো মানুষ হওয়ার উৎসব ধর্মীয় গন্ডির মধ্যে থেকে কোন উৎসব হয় না। ধামাইলগান জাতপাতের উর্ধ্বে ওঠে মানুষের সম্মিলন ঘটায়। বিবাহ ও সামাজিক আচার অনুষ্ঠানে ধামাইল গান পরিবেশনের মাধ্যমে অন্যরকমের আনন্দ লাভ করেন। মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গান ও নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। ধামাইলগান শুধু হাওর এলাকা নয় সারা বাংলাদেশের লোকসংস্কৃতির একটি সমৃদ্ধ ধারা।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সামাধি সংস্কার কাজ জেলা পরিষদ নিজ উদ্যোগে করবে। জেলা পরিষদের অর্থায়নে জগন্নাথপুরের কেশবপুর গ্রামের রাধারমণ দত্তের সমাধি নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, সুনামগঞ্জের দুই দিকপাল লোককবি হাছন রাজা ও বৈষ্ণব কবি জেন একুশে পদক পান সে বিষয়ে তিনি সরকারের সঙ্গে আলোচনা করবেন । কারণ তারা দুজনেই একুশে পদক পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তাদের গান সুনামগঞ্জের সীমানা পেরিয়ে বহিঃবিশে^ স্থান করে নিয়েছে। গুনীজনদের সম্মান না করলে দেশে গুনী জন্ম হয় না। তাই তাদের কর্মকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধারমন গবেষক আতম সালেহ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দৈনিক উত্তরপুর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, আর্ন্তজাতিক রাধারমণ পরিষদের সহ সভাপতি অ্যাড অলক ঘোষ চৌধুরী প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ধামাইল গান পরিবেশন করেন রাধারমণ গবেষক ও বিশিষ্ট লোকসংগীত শিল্পী বিশ্বজিৎ রায়,উৎসবে সুনামগঞ্জের জনপ্রিয় লোককবিদের রচিত ধামাইল গান ও নৃত্য পরিবেশন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিল্পীসহ স্থানীয় শিল্পী সংগঠনের শিল্পীরা। ধামাইল গান উপভোগ করতে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। উৎসবে মরণোত্তর সম্মাননা দেয়া হয় লোককবি ও গায়ক দেওয়ান মহসিন রাজা চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক আমিয়েশ চক্রবর্তীকে। তাদের স্বজনরা অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এছাড়া ধামাইল উৎসবে অংশগ্রহণকারী দলসমুহকে সম্মানাক্রেস্ট প্রদান করা হয়েছে। বৈষ্ণব কবি ও সহজিয়া সাধক রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, দুর্বিন শাহ,বিজেন দাসের জনপ্রিয় ধামাইল গান পরিবেশন করবেন শিল্পীরা। এবারের ধামাইল উৎসবে নবনাগরী সংঘ, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, সুন্দরম শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, নবারুন সংগীত বিদ্যালয়, শতদল শিল্পী গোষ্ঠী, লোকদল শিল্পী গোষ্ঠী,বেশ কয়েকটি উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা জনপ্রিয় ধামাইল গান ও নৃত্য পরিবেশন করবেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধামাইল । প্রথম দিনে ৬টি সাংস্কৃতিক সংগঠন ধামাইগান ও নৃত্য পরিবেশন করে। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় শিল্পীরা মঞ্চে ধামাইল পরিবেশন করবেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত