![সদরপুরে এক যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/abnews-24.bbbbb_122639.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৬ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি ঝোপ ঝাড়ের মধ্যের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার সদরপুর ইউনিয়নের আটরশি গ্রামের শ্রী সন্তোষ চক্রবর্তীর পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী বিশা(৩৬) সদরপুর বাজারে পদ্মা জুয়েলার্সের স্বত্তাধীকারী ছিলেন। এছাড়াও তিনি মাইক্রোবাসের ব্যবসা করতেন।
গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ হয় বিশ্বজিৎ। নিখোঁজ থাকার ৩দিন পর বৃহস্পতিবার দুপুরে তার প্রতিবেশী বাড়ির আনন্দপুরী নামের এক মহিলা পুকুরে গোসল করতে গেলে ওই সময় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তিনি চিৎকার করলে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের প্রাথমিক বিবরণী প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্যে ফরিদপুর মর্গে প্রেরন করে। এব্যাপারে সদরপুর থানা ওসি তদন্ত সুব্রত গোলদার জানান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বজিৎ এর আত্নহত্যা নিয়ে এলাকার জনমনে বিভিন্ন ধরনের মতব্যক্ত হচ্ছে। একটি সুত্রে জানায়, বিশ্বজিৎ পূর্বথেকে মদ্যপান ও জুয়াখেলায় জড়িত থাকার কারনে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। গত সোমবার রাতে সদরপুর ইউনিয়নের কালীখোলা মোড় এলাকায় ওমর টেলিকমে চলমান ক্রিকেট ত্রিদেশীয় সিরিজ খেলা নিয়ে জুয়ার আসরে যুক্ত হয় বিশ্বজিৎ। চলমান ওই ম্যাচ জুয়ায় ৩লক্ষ টাকা হারে সে।
আরও জানাযায়, জনপ্রিয় ক্রিকেট জুয়ার আসরকৃত স্থান হিসাবে সদরপুরে ওমর টেলিকম এখন বেশ সমাদৃত। একাধিক বার আইনের নজরে আসলেও কাকতালীয় ভাবে ধরা ছোয়ার বাইরে থেকেছে ওমর টেলিকমের মালিক ওমর খান। প্রতিনিয়ত ক্রিকেট জুয়ায় ওমর এর দোকানে এসে অনেকেই সর্বস্ব হারিয়েছে। অনেকে জুয়া খেলাকেই মৃত্যুর কারন হিসাবে দায়ী করছেন। আজ শুক্রবার বিকেলে বিশ্বজিৎ এর শেষ কার্য সম্পন্ন হবে বলেও জানাযায়।
এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা