![ফরিদপুরে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/abnews-24.bbbbbbbb_122645.jpg)
ফরিদপুর, ২৬ জানুয়ারি, এবিনিউজ : শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণ, স্কেল পরিবর্তন ও নিয়োগবিধিসহ ৬দফা দাবী বাস্তবায়নের দাবীতে আলোচনা ও সমন্বয় সভা আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কেজি স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার সকল FWA-FPI বৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা শাখার সভাপতি আ. আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন মোল্যা। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রয়ী নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, কার্তিক চন্দ্র শীল, নাসিমা পারভীন, রাকেশ মল্লিক, জাকির হোসেন, অহিদুজ্জামান, মামুন হোসেন, নাসিমা আক্তার, সুব্রত মন্ডল, নাজমা আক্তার, কানিজ ফাতিমা, মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় প্রায় দুই শতাধিক FWA-FPI বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমাদের দাবী পুরণ না হলে আগামী মার্চ মাসে কঠোর আন্দোলনে আমরা মাঠে নামব।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/তোহা