বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে ছুরিকাঘাতে যুবলীগ নেতাকে হত্যা: অাহত ১

সাভারে ছুরিকাঘাতে যুবলীগ নেতাকে হত্যা: অাহত ১

‌সাভার, ২৬ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভা‌রে পূর্ব শত্রু তার জের ধরে বরুলিয়ায় জাহাঙ্গীর নামে ওর্য়াড যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করছে প্রতিপক্ষ।

এ ঘটনায় আহত হয়েছে ফারুক হোসেন নামে আরও একজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিরুলিয়া ইউনয়িনরে ৯ নম্বর ওর্য়াড যুবলীগের সাংগঠনকি সম্পাদক জাহাঙ্গীর। নিহত জাহাঙ্গীর সাভ‌রের দত্তপাড়া এলাকার সইমুদ্দিন শিকদারের ছেলে।

নিহত ব্যক্তির স্বজনরা জানায়, সাভা‌রের বিরুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াড যুবলীগের সাংগঠনকি সম্পাদক জাহাঙ্গীরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার মোশারফ করিম অপুর সঙ্গে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের সূত্র ধরেই অপুসহ তার লোকজন গতকাল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডেকিলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যায়।

সাভার মডেল থানার উপ পরিদর্শ (এসআই) ইবনে ফরাদ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটানার সঙ্গে জড়িতদের ব্যাপারে অনুসন্ধান চলেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়ে‌ছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত