![বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/customs_122660.jpg)
বেনাপোল, ২৬ জানুয়ারি, এবিনিউজ : মেধাভিওিক ১’শ জন শিক্ষার্থীকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বানিজ্য পরিবেশ’র ওপর প্রশিক্ষনের মধ্য দিয়ে শুরু হয় বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস।
আজ শুক্রবার সকালে কাস্টমস চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী।র্যালীতে কাস্টমস ও বন্দর’র কর্মকর্তা, বেনাপোল পৌর সভা, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন, বন্দর ক্লাব, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কাস্টমস দিবসটির উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
র্যালী শেষে কাস্টমস ক্লাবে দিবসটির মুল প্রতিপাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বি মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার(রফতানি ও বন্ড),এ এফ এম শাহরিয়ার মোল্লাহ,বিজিবির দক্ষির পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: খালেদ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী৷
যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার শওকাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বন্দরের উপ পরিচালক রেজাউল ইসলাম। পরে মেধা ভিত্বিক শীর্ষ ২০ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয় ৷
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/নির্ঝর