বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় কৃষকরা বোরো চাষে উৎসাহিত হচ্ছে

কয়রায় কৃষকরা বোরো চাষে উৎসাহিত হচ্ছে

কয়রা(খুলনা) , ২৬ জানুয়ারি, এবিনিউজ : খুলনার সুন্দরবন উপকূলীয় আইলা বিধ্বস্ত জনপদ কয়রার কৃষকেরা বোরো উৎপাদনে দিন দিন ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর কৃষকরা তাদের জমিতে বোরো ধানের চাষাবাদ বহুগুনে বাড়িয়ে দিয়েছে। ফলে আমাদি, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা সদর, বাগালি, উত্তর বেদকাশির সিংহভাগ এবং দক্ষিণ বেদকাশির কিছু জায়গায় বোরো চাষাবাদ চলছে পুরোদমে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গত বছর ৭টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয় এবং সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছিল। কিন্তু এ বছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হচ্ছে। ধানের মুল্য বেশী হওয়ায় কৃষকরা বর্তমানে ধান উৎপাদনে বেশী উৎসাহিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় জনসাধারন। ৪নং কয়রার পল্লী মঙ্গল গ্রামের কৃষক ফজলুল হক জানায়, গত বছর তিনি দুই বিঘা জমিতে বোরো ধান লাগিয়ে ৩৬ মণ ধান পান। ৫নং কয়রা গ্রামের কৃষক আবুল কালাম সরদার এক একর জমিতে ৫১ মণ ধান পেয়েছিলেন। উত্তর বেদকাশির কাটমার গ্রামের কৃষক ইলিয়াছ হোসেন বলেন, তিনি নিজের দ্ইু বিঘা জমিতে বোরো ধানের চাষ করে ভালো ফলন পেয়ে থাকেন। বাজারে ধানের মূল্য অতীতের তুলনায় বর্তমানে বেশি থাকায় এলাকার বেশিরভাগ কৃষক ধান চাষের দিকে মনযোগী হচ্ছেন বলে ঐ কৃষক মন্তব্য করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ বলেন, কৃষি বিভাগ বোরো ধানের চাষাবাদ বাড়াতে কৃষকদের সব রকম সহায়তা দিচ্ছে।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত