শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি আইনজীবী সমিতির নবনির্বাচিত প্যানেলের বিজয়ে শুভেচ্ছা

ঝালকাঠি আইনজীবী সমিতির নবনির্বাচিত প্যানেলের বিজয়ে শুভেচ্ছা

ঝালকাঠি আইনজীবী সমিতির নবনির্বাচিত প্যানেলের বিজয়ে শুভেচ্ছা

ঝালকাঠি, ২৬ জানুয়ারি, এবিনিউজ : ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচন’২০১৮ এর নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সভাপতি পিপি এড. আব্দুল মন্নান রসুল ও সাধারন সম্পাদক এড. বদরুল মিল্লাত খোকনসহ প্যানেল নেতৃবৃন্দকে অবিরাম শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন ধারায় সিক্ত করছে ঝালকাঠি জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ২৫ জানুয়ারী বৃহস্পতি বার সমিতির কার্য্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে আওয়ামী আইনজীবী পরিষদ ১০টি পদে বিপুল ভোটে জয়ী হয়েছে। ফলাফল ঘোষনার পর ঝালকাঠি জেলার কান্ডারী শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বরিশালে এসে পৌছার সংবাদ পেয়ে বিজয়মাল্য তুলে দিতে বিজয়ী প্যানেলের নেতৃবৃন্দ ছুটে যান ও তার হাতে বিজয় মাল্য তুলে দেন।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের নির্বাচনের দিন সকালে সমতিি চত্বরে না এসে জেলা জজশীপের নীচতালার গেটে অবস্থান নিয়ে ভোটকেন্দ্রে পট্রবেশে বাধা দেয়ার অভিযোগে বয়কট ঘোষনা করেন। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহ কালে এসএ টেলিভিশন ঝালকাঠি প্রতিনিধি অলোক সাহা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিম রেজাসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্চিত করাসহ ক্যামেরার ফুটেজ মুছে দেয়ার অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট সাংবাদিকরা কোন হামলা বা লাঞ্চনার শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করেন।

তবে সাবেক সভাপতি বর্তমান নির্বাচন কমিশনার মাহাবুবুর রহমান তালুকদার ফলাফল ঘোষনাকালে সুষ্ঠু-সুন্দর ও উৎসমুখার পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অবাধ-সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক নিরাপত্ত ব্যবস্থা গ্রহন করেছে বলে জানান। নির্বাচন কমিশনের অপর সদস্য এড. আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু বলেন, ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর কিছু ঘটেনি। কোন ভোটার কেন্দ্রে প্রবেশে বাধা বা ভোট দিতে বাধা প্রদানের কোন অভিযোগ করেনি। কেন্দ্রের বাইরে বা রাস্তায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাতে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

জানাগেছে, বৃহস্পতিবার ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ১শ ৪৫জন সদস্যের মধ্যে ৯৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে জেলা কৃষকলীগ সভাপতি, জেলা জজশীপের পিপি, বিশিষ্ট রাজনীতিবীদ এড. আব্দুল মন্নান রসুল ৯২ ভোট পেয়ে ৫ম বারের মতো সভাপতি ও ঝালকাঠির জেলার নির্বাচিত রত্মাগর্ভার সন্তান, সামাজিক-সাংস্কৃতিক অংগনের সফল সংগঠক, বিশিষ্ট আইনজীবী এড. বদরুল মিল্লাত খোকন সাধারন সম্পাদকসহ পুরো প্যানেল বিজয়ী হয়। সন্থ্যা থেকে বিজয়ী প্যানেলকে আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ জেলা আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, ভাইস চেয়ারম্যান লিয়াকত খান, মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান আইনজীবী সমিতির নেতা এড. জিকে মোস্তাফিজুর রহমান, এডিশনাল পিপি এম আলম খান কামাল, যুবলীগ যুগ্মআহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, সহ সভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ সালেক, চেম্বারের সদস্যপ্রার্থী যুবলীগ নেতা কামাল শরীফ প্রমুখ। এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটি, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামী আইনজীবী পরিষদ’র প্যানেল থেকে নবনির্বাচিত সভাপতি এড.আব্দুল মান্নান রসুল তার প্রতিক্রিয়ায় বলেন, আইনজীবী সমিতির এ বিজয় প্রমান করে ঝালকাঠির মাটি আওয়ামীলীগের ঘাঁটি ও শিল্পমন্ত্রীর আমির হোসেন আমুর ঘাঁটি। সমিতির ১৪৫ জন সদস্যের মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য ৮৮ জন। যারা সকল দ্বিধা-দন্দ ভূলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্যানেলকে ভোট দিয়েছে। এছাড়াও আমাদের বিরোধী প্যানেলের সমর্থক মরহুম এড. মহসিনের পুত্র, আক্কাস সিকদারসহ আরো ৪/৫জন আইনজীবী আমাদের ভোট দিয়েছে। তাই নিজেদের পরাজয় এ্যঁড়াতে ভোট দিতে না এসেই নানা ধরনের গুজব রটিয়ে নিজেদের অস্থত্বি রক্ষা করছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত