বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী

গোদাগাড়ীতে ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী

গোদাগাড়ীতে ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী

গোদাগাড়ী (রাজশাহী), ২৬ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে ৫ দিনব্যাপি ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী মহাতাবু জলসার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে।

গতকাল বৃস্পতিবার রাত ৯টার সময় গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ও সম্পাদক বাংলাদেশ স্কাউট আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি উপজেলা- পরিষদের চেয়াম্যান ইসহাক, সহকারী কমিশনার ভুমি সানওয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট গোদাগাড়ী শাখার কমিশনার এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুন নাহার রুবিনা, শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুকুনজ্জামান সরকার প্রমূখ।

উপজেলার মোট ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২০ জন শিক্ষার্থী মোট ৬০টি দল করে এই কাব কাম্পুরীতে অংশগ্রহণ করে। পাঁচ দিনের কর্মসূচি শেষে আজ শুক্রবার সকালে স্কাউটরা কাম্পুরি ত্যাগ করে। ‘কাব স্কাউটের মূলমন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। যথাসাধ্য চেষ্টা করা অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না। কাব স্কাউটিং করবো ডিজিটাল বাংলাদেশ গড়বো। যেকোনো কাজ, যেকোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। এই আত্মবিশ্বাসটা সব সময় নিজের মধ্যে থাকতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। স্কাউটদের কাজের মাধ্যমে সšা¿সমুক্ত, জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত