![সোনাগাজীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা: আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/sonagaji_122680.jpg)
সোনাগাজী(ফেনী), ২৬ জানুয়ারি, এবিনিউজ : সোনাগাজীতে শাহানারা আক্তার (৫৫) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। সে ৪ সন্তানের জননী এবং পৌরসভার ৮ নং ওয়ার্ডের নতুন শেখ বাড়ির মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলামের স্ত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির নিজ ঘরের শয়ন কক্ষ থেকে গৃহবধুর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। এসময় রক্তমাখা একটি ছুরি ও একটি দা জব্দ করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, সকাল ১০টার সময় মুক্তিযোদ্ধা সিরাজের চিৎকার শুনে বাড়ীতে এসে ঘরে প্রবেশ করে শয়ন কক্ষের খাটের উপর গৃহবধুর জবাই করা দেহ দেখতে পেয়ে দ্রুত তাকে সোনাগাজী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে মৃতদেহ বাড়ীতে নিয়ে গেলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানিয়েছে, মুক্তিযোদ্ধা সিরাজ ও তার স্ত্রীর সাথে বাড়ী বা এলাকার কারো সাথে কোন শত্রুতা ছিলোনা।পরিকল্পিতভাবে কোন অপরাধী চক্র ঘরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যা করতে পারে।
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯ টার সময় আমি বাজার করতে সোনাগাজী বাজারে যাই।বাজার থেকে ফিরে এসে ঘরের দরজা বন্দ পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে খাটের উপর তাকে জবাই করা অবস্থায় দেখতে পাই। ঘটনাটি ঢাকা অবস্থানরত ছোট ভাই সেলিম কে জানালে সে পুলিশ কে বিষয়টি অবহিত করে। তিনি আরো বলেন, তার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তার ধারণা সে নিজে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে।
তবে পুলিশের ধারনা পারিবারীক কলহের জেরে স্বামী ও গৃহ কর্মচারীরা গৃহবধুকে জবাই করে হত্যা করতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহবধুর স্বামী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,গৃহপরিচারিকা হালিমা খাতুন,গৃহ কর্মচারী মোহাম্মদ রানাকে আটক করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে জবাই করে হত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থল পরিদর্শন করে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর