![দাউদকান্দিতে যুবসংহতি পার্টির আহবায়ক কমিটি ঘোষনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/daudkandi_122709.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ২৬ জানুয়ারি, এবিনিউজ : জাতীয় যুবসংহতি পার্টির দাউদকান্দি উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দাউদকান্দিতে আব্দুল মতিন কে আহবায়ক এবং মোঃ বিল্লাল হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার অনুমোদিত এ কমিটিকে আগামী ৩মাসের মধ্যে সম্মেলন করার জন্য বলা হয়েছে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা যুবসংহতি পার্টির মাঠ পর্যায়ের কার্যক্রম ঝিমিয়ে পড়ায় কেন্দ্র হতে এ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। আগামী একাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের দলটি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২০ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা এ আসনের জাতীয় পার্টির মনোনীত সম্ভাব্য প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারসহ জেলা ও উপজেলা নেতাদের সাথে আলোচনাসভা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবসংহতি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা। সভায় মাখন সরকারের নেতৃত্বে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জাতীয় পার্টিও কার্যক্রম শক্তিশালী করার জন্য সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/রাজ্জাক