![সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/kibria_abnews_122768.jpg)
হবিগঞ্জ, ২৭ জানুয়ারি, এবিনিউজ : সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার প্রকৃত খুনীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা হবে। প্রকৃত অপরাধীরা যাতে ধরা ছোঁয়ার বাইরে না থাকে সেদিকে আইন প্রয়োগকারী সংস্থার সোচ্ছার থেকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তিনি গত রাতে দলীয় কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, শাহ এএমএস কিবরিয়ার মত দেশপ্রেমিক ও অভিজ্ঞ রাজনীতিকদের হত্যা করে দেশে অরাজক পরিবেশ সৃষ্টি করেছিল তৎকালীন বিএনপি-জামায়াত সরকার।
সভার শুরুতে শাহ এএমএস কিবরিয়া, শাহ মঞ্জরুল হুদা, সিদ্দিক আলী, আব্দুর রহিম ও আবুল হোসেন এর আতœার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন এবং পরে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে অংশ নেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আরব আলী, মোঃ শরীফ উল্লাহ, শেখ শামছুল হক, এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহউদ্দিন, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতর আলী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা তাতীলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি