![ফরিদপুরের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/school_abnews_122769.jpg)
ফরিদপুর, ২৭ জানুয়ারি, এবিনিউজ : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ফরিদপুরের ২৪৭টি বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীন ভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ নির্বাচনে ২৪৭টি বিদ্যালয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ বলেন, আমার স্কুলের দুইটি শিফ্ট এর ১ হাজার ৮শ’ ৬৭ জন ছাত্র-ছাত্রী তাদের ভোট প্রদান করে ১৬ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচেন ২৪৭টি বিদ্যালয়ে থেকে ১ হাজার ৯শ’ ৭৬ জন প্রতিনিধি নির্বাচিত হবে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি