![কাউখালীতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/election_abnews_122778.jpg)
কাউখালী (পিরোজপুর), ২৭ জানুয়ারি, এবিনিউজ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে ১৬টি মাধ্যমিক ও ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন আজ শনিবার স্ব স্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। কে জিতবে, কে হারবে এ নিয়ে সকলের মধ্যে চরম উৎকন্ঠা ছিল। প্রার্থীদের অভিভাবকরাও ছিল উদ্বিগ্ন। নির্বাচনের আগ মূহুর্ত পর্যন্ত ভোট প্রার্থনা স্কুলের গন্ডি পেরিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছেছিল। আশপাশের অভিভাবক ও কৌতুহলী অনেক মানুষই ক্ষুদে শিক্ষার্থীদের এ নির্বাচন দেখতে ভিড় জমিয়েছিল।
সরজমিনে দেখা গেছে, উপজেলার উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়, কাউখালী মডেল সরকারী বিদ্যালয় ও উত্তর নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয় আনন্দঘন পরিবেশে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে।
এ নির্বাচনে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। শিক্ষকরা এক্ষেত্রে শুধু সহায়কের ভূমিকা পালন করেছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশেরও বেশী।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি