![দৌলতপুরে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/arrest_abnews_122783.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৭ জানুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের প্রধান আবু হানিফ (৪৫)কে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ২ টি চোরাই মোটর সাইকেল বিআরটিএর নকল সীল মোহর, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর তৈরীর ডাইস এবং একটি কম্পিউটার উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার রামকৃঞ্চপুর ইউপির ভাগজোত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কাষ্টমমোড় এলাকার রুস্তম দফাদারের ছেলে আবু হানিফকে গ্রেফতার করে। এ সময় ২টি চোরাই মোটরসাইকেল সহ বিআরটিএর নকল সীল মোহর, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর তৈরীর ডাইস এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
হানিফের স্বীকারোক্তিতে আজ শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে কামালপুর গ্রামের আসাদুলের ছেলে রিপন মেকার (৩৫) ও মুসলিমনগর গ্রামের হযরত আলীর ছেলে মিজানুর (৩২) কে একটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, এরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সাথে জড়িত। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি