
জামালপুর, ২৭ জানুয়ারী, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে আ’লীগ-বিএনপি’র শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল ২৬ জানুয়ারি বিকালে ইসলামপুরে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে যোগদান করেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ঠ শিল্পপতি মোস্তফা আল মাহমুদ এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বিপু, আনোয়ার হোসেন,আ.ছালাম ঘুুনু,ফেরদৌসুর রহমান সরকার,হাফিজুর রহমান জেমস,এসএম শাহ আলী, শাহাবুদ্দীন আহমেদ, জেলা ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর আহবায়ক তারা মিযা,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,রেজাউল করিম রেজা,আঃ ছাত্তার,ফজল হক, মানিক মন্ডল,আমানুল্লাহ আমান মামুন প্রমৃখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রধান অতিথি বলেন,আমি নিজের জন্য নয়; মানুষের কল্যাণে রাজনীতিতে এসেছি। আপনারাও সজাগ থাকুন। সব শেষে দেশ-জনগণের জন্য রাজনীতি করার উপর গুরুত্বারোপ করেন। ওই দিন জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী বিশিষ্ঠ শিল্পপতি মোস্তফা আল মাহমুদ চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা