![মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিদ্যালয় পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/abnews-24.bbbbb_122791.jpg)
ফরিদপুর, ২৭ জানুয়ারী, এবিনিউজ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমান আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সাথে ছিলেন, উপ-পরিচালক গৌর চন্দ্র মন্ডল, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহ্বুবা আক্তার। মহাপরিচালক বিদ্যালয়ের আইসিটি ল্যাব ও স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা