শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
থানায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

চিতলমারীতে হামলায় নারী ও শিশুসহ আহত ৪

চিতলমারীতে হামলায় নারী ও শিশুসহ আহত ৪

বাগেরহাট, ২৭ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় নারী ও শিশুসহ চার জন আহত হয়েছে। আজ শনিবার সকালে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় মারপিট, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গৃহকর্তা নিজে বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার কলিগাতী গ্রামে মোঃ সামছুল হক খানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় হামাকারীদের অতর্কিত হামলায় সামছুল হকের স্ত্রী শাহিনুর বেগম (৪৫), ছেলে ছেলে শাখিল খান (১৯), নাতনী তাসলিমা নিশাদ (১৮) ও নাতী সোহেব শেখ (৩) আহত হয়।

আজ শনিবার সকালে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় মারপিট, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গৃহকর্তা মোঃ সামছুল হক খান বাদি হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৃহকর্তা মোঃ সামছুল হক খান জানান, একই গ্রামের কামরুল শেখ, মাসুম শেখ, রফিক শেখ, জাহিদ শেখ ও শহিদুল শেখ তার পরিবারে উপর হামলা চালিয়ে নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে।

এ ব্যাপারে মাসুম শেখ ছিনতাইয়ে অভিযোগ অস্বীকার করে জানান, সামছুল হকের ভাই এবাদুল হকের কাছে তাদের নগদ টাকা পাওনা রয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোঃ আল আমিন জানান, আহতদের মধ্যে শাহিনুর বেগমের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, অভিযোগপত্র পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/এস এস সাগর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত