শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় নর্থ-১ ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলায় নর্থ-১ ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলায় নর্থ-১ ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলা, ২৭ জানুয়ারী, এবিনিউজ : ভোলার নর্থ-১ গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে বাপেক্স। আজ শনিবার বাপেক্স অনুষ্ঠানিক ভাবে এ উত্তোলন কাজ শুরু করে। বাপেক্স প্রকল্প পরিচালক বজলুল রহমান জানান, মাটির ৩৩৪৮ ফুট নিচ থেকে গ্যাসের অনুসন্ধান মিলেছে। সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। এ কুপে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় নর্থ-১ কুপে খনন করা হয়। চলতি মাসের ১৫ জানুয়ারী গ্যাসের সন্ধান পায় বাপেক্স।

ভোলার শাহবাজপুরে গ্যাস আবিস্কারের পর ৪ টি কুপ খনন করা হয়। সেখানকার ২ টি কুপ থেকে প্রতিদিন ৪০/৪২ মিলিয়ন গ্যাস উত্তোলন চলছে। এছাড়া শাহবাজপুর ইস্ট-১ নামের অপর একটি কুপ থেকেও ডিসেম্বরে গ্যাসের সন্ধান মিলে। বাপেক্স জানায়, শাহবাজপুর, শাহবাজপুর ইস্ট-১ ও নর্থ-১ মিলিয়ে ভোলায় মোট গ্যাসের মজুদ ১৫০০ বিলিয়ন ঘনফুট। এটি দেশের ২৭ তম গ্যাস ক্ষেত্র।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত