শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে কারাদন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

লালমনিরহাটে কারাদন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

লালমনিরহাটে কারাদন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

লালমনিরহাট, ২৭ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে মাদক মামলায় কারাদন্ড প্রাপ্ত ২ জন পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সইদুল হককে গ্রেফতার করেন। আজ শনিবার ভোরে সদর উপজেলার চৈতন সিতারাম এলাকা নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ওই এলাকার হুজুর আলী পুত্র বলে জানা গেছে। একই সময় ২ টি মাদক মামলায় সাড়ে ৫ বছর কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আমবিয়া আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।

এদিকে কালীগঞ্জ থানা পুলিশ গতকাল শুক্রবার একটি অটোবাইকসহ হাসেম আলী, আনোয়ার হোসেন ও আমিনুল ইসলাম নামে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত