বাউফল (পটুয়াখালী), ২৭ জানুয়ারী এবিনিউজ: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘তথ্য অধিকার-২০০৯’ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সাবেক যুগ্ম সচিব মো: আবুল হোসেন। ইউএনও মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, ভাইস চেয়ারম্যান মোশারেফ হাসেন খান, ওসি মনিরুল ইসলাম, বাউফল প্রেস ক্লালের সভাপতি হারন অর রশিদ, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ বাউফল প্রতিনিধি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংগঠনিক জসীম উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অতুল পাল, ও শিক্ষক মঞ্জুর মোর্শেদ।
অনুষ্ঠিত সভায় তথ্য অধিকার-২০০৯ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য, তথ্য কি, কর্তৃপক্ষ, তথ্য প্রদান কর্মকর্তা, তথ্য কমিশন, শাস্তি, তথ্য পাওয়ার ফরম বিষয় আলোচনা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত শিক্ষক ও রাজনীতিবিদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবিএন/দেলোয়ারহোসেন/জসিম/তোহা