![নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: তারানা হালিম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_122831.jpg)
টাঙ্গাইল, ২৭ জানুয়ারী এবিনিউজ : সরকারের তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি বলেছেন সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে। এ কমিটির ফাইল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততা ও মানবতার প্রতিচ্ছবি। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো যাবে। তাই শেখ হাসিনাকে আরো একবার ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য জনগণকে আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন দেশ এখন উন্নয়নের মহাসড়কে। মানুষ আর পিছনে ফিরে যেতে চায়না। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে। আগামী নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে উল্লেখ করে বলেন নিজেদের বিভেদ ভুলে একযোগে কাজ করে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিক প্রমূখ।
টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের স্বাগত করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। পরিচিতি অনুষ্ঠান শেষে আকর্ষনীয় র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। টাঙ্গাইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা