![তাড়াহুড়া নয়, আইনের শাসন সবার জন্য সমান; নৌপরিবহন মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_122839.jpg)
মাদারীপুর, ২৭ জানুয়ারী, এবিনিউজ : বিচাররের কাজে তাড়াহুড়া করার কিছু নাই, আদালত তার সময় অনুযায়ী রায় দেবে। বিএনপির মনগড়া কথা এদেশের বিশ^াস করে না। আইনের শাসন সবাইকে মানতে হবে। আর কারও সাজা হবে কি হবে না অপরাধ অনুযায়ী আদালত রায় দেবে। এটা তারা অগ্রিম বলে দিতে পারে না। আইন বলে দিবে, তার কর্মকান্ড বলে দিবে, তার বিচার কি হবে। তবে বিচার যাইহোক সেটা সকলকেই মানতে হবে। আইন হবে আইনের শাসন মানবে না এটা হতে পারে না। আজ শনিবার দুপুরে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়রের খাগছাড়া এইচ কে উচ্চ বিদ্যালয় শুভ উদ্ধোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপবিহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবিতে বহু দৃষ্টান্ত রয়েছে যারা সরকার প্রধান ছিলেন তাদের আইনের আওয়তায় এনে তাদের বিচার হয়েছে এবং তারা সেটা নিয়ে আইনি প্রক্রিয়ায় লড়াই করেছে। এটা নিয়ে বিএনপি রাস্তায় এসে মানুষ হত্যা করবে, পেট্রোল বোমা মারবে, এটাতো গণতান্ত্রিক আন্দোলন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের শাসন আমাদের সবাইকে মানতে হবে।
যে বিচার হবে সেটা তাদের মানতে হবে। বিদ্যালয় উদ্বোধন করার পর একটি সুধি সমাবেশের আয়োজন করা হয়, সেখানে মস্তাফাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন মেলিম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর মাহমুদ আবির এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা