শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ভিসির গাড়িতে দুর্বৃত্তদের হামলা

ইবি’র ক্যাম্পাসে চলছে প্রতিবাদের জোয়ার

ইবি’র ক্যাম্পাসে চলছে প্রতিবাদের জোয়ার

ইবি (কুষ্টিয়া), ২৭ জানুয়ারী, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুরের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদের জোয়ার চলছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অনতিবিলম্বে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। আজ শনিবার সকাল থেকেই পৃথক পৃথকভাবে এসব কর্মসূচী পালন করে তারা। জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইংরেজি বিভাগ, শাখা ছাত্রলীগ এবং ছাত্রমৈত্রীসহ সাধারণ শিক্ষার্থীরাও পৃথক কর্মসুচি পালন করে এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানিয়েছে ইবি শিক্ষক সমিতি। এছাড়া, এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। এতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, কামরুজ্জামান যুবায়ের, অনুষদ ভবনের আহবায়ক শামিমুল ইসলাম শামিম, আক্তার হোসেন আজাদসহ নেতাকর্মীরা। কর্মসূচি থেকে তারা ভিসি উপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে ভিসির নিজ বিভাগ ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও বেলা পৌনে ১১টার দিকে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহিনুর রহমান, সভাপতি প্রফেসর আক্তারুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ। মানববন্ধন শেষে সমাবেশে প্রো-ভিসি বলেন, ‘যারা এ ঘটনার সাথে জড়িত এবং ইন্ধনদাতা তাদের অনতিবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এ দুস্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনতে পারি ততক্ষণ ইংরেজি বিভাগ আন্দোলন চালিয়ে যাবে।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত