সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • জলঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

জলঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

জলঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

জলঢাকা (নীলফামারী), ২৭ জানুয়ারী, এবিনিউজ : নীলফামারীর জলঢাকায় আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল এবং জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মডেল পাইলট উচ্চ-বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে ওই বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবেদ আলী, শিক্ষক মোশফেকুজ্জামান মিটুল চৌধুরী,মোক্তাজুর রহমান ও আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। ওই বিদ্যালয় থেকে এবারে ৩১১ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে বলে জানান,প্রধান শিক্ষক। সভায় শিক্ষার্থীদের লেখাপড়া করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা ।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত