শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন

জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন

জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন

তিতাস (কুমিল্লা), ২৭ জানুয়ারি, এবিনিউজ : আজ শনিবার মুরাদনগর উপজেলার জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজের একশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। বর্ণিল সাজে সাজানো অনুষ্ঠান স্থল সকলের দৃষ্টি আকর্ষন করে। সকাল ১০টার পূর্বেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব ব্যাজ ধারণ করে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করে।বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা শুরু হয়। প্রতিষ্ঠানের সভাপতি সি আই পি শ্রী প্রবীর কুমার সাহার সভাপতিত্বে পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এফ সিএ ইউছুফ আব্দুল্লাহ হারুন, বিশেষ অতিথি কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আমির হোসেন ভূইয়া ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রখ্যাত বাউল শিল্পি মমতাজ বেগমকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এছারা উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ও এশিয়ান টিভির চেয়ারম্যান সি আই পি হারুন উর রশিদ।একাডেমির অধ্যক্ষ আবদুল হক পাটওয়ারীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যরা স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ হোমনার কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুল মজিদ,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার,সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর,একে এম সিরাজুল ইসলাম,দাতা সদস্য ওয়াহিদুল আলম আরিফ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন,উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নেছার আহমেদ সরকার,সদস্য সচিব গোলাম সারওয়ার,সমাজ সেবক হাজী নাছির উদ্দিন,মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ ইব্রাহিম সরকার, মোঃ ফরিদ উদ্দিন ও এ এইচ এম কামাল হোসেন প্রমূখ। মধ্যান্ন বিরতির পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ৩ ঘন্টা ব্যাপী শিল্পি মমতাজ বেগমের নেতৃত্বে বাউল সংগীত অসংখ্য দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন।

স্মৃতিচারন মুলক বক্তব্য রাখতে গিয়ে প্রধানঅতিথি সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন বলেন, পূর্তি অনুষ্ঠানের কারনে আজ আমরা সবাই একত্রিত হয়ে একে অপরের সুখ দুঃখের আলোচনা শ্রবন করতে পেরেছি। এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হোসেন ভূইয়া বলেন,বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আমরা এভাবে একত্রিত হই এধরনের অনুষ্ঠান আমাদের মধ্যে ভেদাবেদকে দুর করে।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত