![বিজয়নগরে নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/b-baria-abnews_122861.jpg)
বিজয়নগর (রাহ্মণবাড়িয়া), ২৭ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের ন্যায় শান্তিপূর্ণ এবং ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে স্টুডেন্ট কাউন্সিল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পযর্ন্ত বিরামহীন ভাবে ক্ষুদে ভোটারদের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন চলাকালী সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজহারুল হুদা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য নাছির উদ্দিন, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু) , মোঃ সারোয়ার হাজারীসহ এলাকার জনপ্রতিনিধিরা নির্বাচন পরিদর্শ করেন। বিদ্যালয়ের ক্ষুদে ভোটার সংখ্যা ছিল ১৮৮জন।
এরই মধ্যে উপস্থিত ছিল ৬৯% ভোটার। নির্বাচনে ১০ জন প্রার্থিতা করে ৭ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন পঞ্চম শ্রেণির ফাহিম মুন্তাছির প্রাপ্ত,জান্নাতুল তাহরিন, এনামুল মাহি, চতুর্থ শ্রেণির পারভেজ মিয়া, নাদিয়া আফরিন,সাগর মিয়া, তৃতীয় শ্রেণির মিফতাহুল জান্নান।
এবিএন/এস এম জহিরুল আলম/জসিম/রাজ্জাক