শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুর ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ গ্রফতার ৩

লক্ষ্মীপুর ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ গ্রফতার ৩

লক্ষ্মীপুর ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ গ্রফতার ৩

লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার জয়পুর এলাকার বিনােদপুর গ্রাম গতকাল গভীর রাত ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ।

চদ্রগঞ্জ থানাসূত্রে জানা যায়, পেট্রাল পুলিশ টহল দেওয়ার সময় একটি সিএনজি তল্লাশীকালে ৮/৯ জনের একটি ডাকাতের দল পুলিশক লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় সুমন ওরফে বেলজিয়াম সুমন নামে এক ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে একটি রিবলবার ও তিন রাউন্ড গুলিসহ পুুলিশের হাতে ধরা পড়ে।

অন্যান্য ডাকাতরা পালানোর সময় কামরুল হাসান রুবেল ও ফারুক নামে দুই ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ ধৃত ডাকাতদের কাছ থেকে ১টি কিরিচ, ১টি লােহার রড, ১টি মুখোশ জব্দ কর।

এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত