লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরের রায়পুরে ৫২ পিস ইয়াবাসহ অমি নামের এক যুবককে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশ।
রায়পুর থানাসূত্রে জানা গেছে, অমি (২৫) দীর্ঘদিন ধরে রায়পুর বাসস্টপেজ এলাকায় তার সঙ্গীয়দের নিয়ে ইয়াবা বিক্রি করে আসছে।গতকাল রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ ৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অমি রায়পুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিজাম পাটোয়ারী বাড়ির খোরশেদ আলমের পুত্র।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন - গ্রেপ্তারকৃত ইয়াবা অমিকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক