রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

রুমায় প্রানী সম্পদ সেবা সপ্তাহ পালিত

রুমায় প্রানী সম্পদ সেবা সপ্তাহ পালিত

রুমা, ২৭ জানুয়ারি, এবিনিউজ : ‌‌‌‌‌‘বাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সপ্তাহ ব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহের আয়োজন করেছে। র‌্যালী, সেমিনার, প্রাণী সম্পদ বিষয়ক মেলা এবং উন্নত গবাদি পশুর জাত প্রদর্শনীর মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সাধারণদের মাঝে সচেনতা সৃষ্টির লক্ষ্যে মূলত এ আয়োজন।

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয় উপজেলা পর্যায়ের প্রাণী সম্পদ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কর্মসূচী। কর্মসূচীর মধ্যে ছিলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ, বিনা মূল্যে প্রাণীজ চিকিৎসা, কৃমিনাশক ঔষধ খাওয়ানো ও টিকা প্রদান, কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা সহ প্রাণী ও প্রাণীজ আমিষ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী। এছাড়াও সদর ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ভ্যাক্সিনেশন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

র‌্যালিসহ সম্পূর্ণ অনুষ্ঠানে সন্মানীত অতিথি বর্গের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল বাকের, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, বিভিন্ন বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় খামারীরা।

এবিএন/চনুমং মারমা/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত