![পাকুন্দিয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/accident@abnews_122891.jpg)
কিশোরগঞ্জ, ২৭ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাক চাপায় সেতু (০৭) নামে প্রথম শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেতু মজিতপুর গ্রামের মো. আল আমিন মিয়ার মেয়ে। সে স্থানীয় কচিকাঁচা একাডেমীর প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে ক্লাশ শেষে বাড়ি ফিরছিল সেতু। এসময় মাটি ভর্তি একটি ট্রাক পেছন দিক থেকে তাকে দেয়। এতে সেতু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুালশ।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/রাজ্জাক